আকাইদ অর্থ বিশ্বাস বা বিশ্বাসমালা । আকাইদ শব্দটি আকিদা (المعتقدات) শব্দের বহুবচন । ইসলামের মৌলিক বিষয়গুলির প্রতি দৃঢ় বিশ্বাসই হল আকাইদ । ইসলাম আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দ্বীন বা জীবনব্যবস্থা । এর দুটি দিক রয়েছে যথা - বিশ্বাসগত ও আচরণগত ।
ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ । আল্লাহ তাআলা, নবি-রাসুল,ফেরেশতা, আসমানি কিতাব,পরকাল, জান্নাত ও জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত । এ বিষয়গুলো কোরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত । একজন মুসলিম হতে হলে সবাইকে এ বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় । বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাস করার মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে । এজন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতেই আকাইদ বিষয়ে আলোকপাত করা হয় |
ইসলাম
ইসলাম আরবি শব্দ । আভিধানিক অর্থ হলাে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহারিক অর্থে আল্লাহ তায়ালা ও রাসুল (স.)-এর আনুগত্য করাকে ইসলাম বলে ।। শরিয়তের পরিভাষায়, আল্লাহ তায়ালার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাঁর নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তাঁর যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তাঁর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (স.)-এর দেখানাে পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলা হয়।
আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য যুগে যুগে বহু আদেশ-নিষেধ, বিধি-বিধান প্রেরণ করেছেন | এসব আদেশ-নিষেধ শরীয়ত হিসেবে প্রদান করেছেন | শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রুপ হলো ইসলাম । এটি হলো মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন-বিধান ।
আল্লাহ তাআলা এ বিষয়ে কুরআনে ঘোষণা করেছেন যে -
- إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ
উচ্চারণঃ ইন্নাদ্দীনা ‘ইন্দাল্লা-হিল্ ইসলাম ।
-সূরা আলে-ইমরান: ১৯
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত বা ধর্ম জীবন ব্যবস্থা |
ইসলাম হলো আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য ধর্ম । আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম মুসলমান ।
ইসলাম হলো আল্লাহতালার প্রবর্তিত ধর্ম বা জীবন-বিধান । ইহা মানবজাতির জন্য আল্লাহ তায়ালার একটি বিশেষ নিয়ামত । এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা । মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে ।
আল্লাহ তা'আলা কুরআনে বলেন যে-
الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِنْ دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ
الْيَوْمَأَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ
الْإِسْلَامَدِينًا
উচ্চারণঃ আল্ইয়াওমা আক্মাল্তু লাকুম্ দীনাকুম্ অআত্মাম্তু ‘আলাইকুম্ নি’মাতী অরাদ্বীতু লাকুমুল্ ইস্লা-মা দীনা-;
-সূরা আল মায়েদা: ৩
অর্থঃ "আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করলাম ; আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করলাম।"
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজ-কর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান । ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক-অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে বর্ণনা করা হয়েছে । এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনা ও ইসলামে রয়েছে । সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই ।
ইসলাম শব্দটি সিলমুন ( سلمون) মূলধাতু হতে নির্গত, সিলমুন অর্থ শান্তি । ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে । ইসলামি বিধি-বিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে । এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয় ।
ইসলাম একটি সর্বজনীন ধর্ম । এটি কোন কাল, অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয় । অন্যান্য ধর্মের নামকরণ সেসব ধর্মের প্রবর্তক, প্রচারক, অনুসারী কিংবা জাতির নামে করা হয়েছে । কিন্তু ইসলাম সর্বজনীন ধর্ম হওয়ার কারণে এর নামকরণ কারও নামে করা হয়নি । বরং মহান আল্লাহ ও রাসূলের আনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নামকরণ করা হয়েছে ইসলাম।
বিশেষ দ্রষ্টব্য ঃ উল্লিখিত অংশগুলো বিভিন্ন ইসলামিক পাঠ্য বই থেকে সংগৃহীত করা হয়েছে ।
ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ