ইবলিস আল্লাহ্ তাআলার কাছে অবকাশ প্রকাশ করল
قَالَ يَا إِبْلِيسُ مَا لَكَ أَلاَّ تَكُونَ مَعَ السَّاجِدِينَ -
قَالَ لَمْ أَكُن لِّأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ -
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ -
وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ إِلَى يَوْمِ الدِّينِ -
قَالَ رَبِّ فَأَنظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ -
قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنظَرِينَ -
إِلَى يَومِ الْوَقْتِ الْمَعْلُومِ -
قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لأُزَيِّنَنَّ لَهُمْ فِي الأَرْضِ وَلأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ -
إِلاَّ عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ -
قَالَ هَذَا صِرَاطٌ عَلَيَّ مُسْتَقِيمٌ -
إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلاَّ مَنِ اتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ -
وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ -
উচ্চারণ ঃ ক্ব-লা ইয়া য় ইব্লীসু মা-লাকা আল্লা-তাকূনা মাআস্ সা-জ্বিদীন্। -লা লাম্ আকুল্লি আস্জুদা লিবাশারিন্ খলাক্বতাহূ মিন্ ছল্ছোয়া-লিম্ মিন্ হামায়িম্ মাস্নূন্। ক্ব-লা ফাখ্রুজু মিন্হা-ফাইন্নাকা রাজ্বীম্। অ ইন্না আলাইকাল্ লানাতা ইলা-ইয়াওমিদ্দীন্। ক্ব-লা রব্বি ফাআর্ন্জিনী য় ইলা-ইয়াওমি ইয়ুব্আছ্ন্। ক্ব-লা ফাইন্নাকা মিনাল্ মুন্জোয়ারীন্ । ইলা-ইয়াওমিল্ অক্বতিল্ মালূম্। ক্ব-লা রব্বি বিমা য় আগ্ওয়াইতানী লাউযাইয়্যিনান্না লাহুম্ ফিল্ র্আদ্বি অলা উগ্ওয়িইয়ান্নাহুম্ আজুমাঈন্। ইল্লা-ইবা-দাকা মিন্হুমুল্ মুখলাছীন্। ক্ব-লা হা-যা- ছিরা-তুন্আলাইয়্যা মুস্তাক্বীম্। ইন্না ইবা-দী লাইসা লাকা আলাইহিম্ সুল্ত্বোয়া-নুন্ ইল্লা-মানিত্তাবা‘আকা মিনাল্ গ-ওয়ীন্। অইন্না জ্বাহান্নামা লামাওইদুহুম্ আজুমাঈন্।
-সূরা হিজরঃ ৩২-৪৩
অর্থ ঃ হে ইবলিস ! তোমার কি হল যে সিজদাকারীদের সাথে যোগদান করলে না ? ইবলিস বলল, আমার দ্বারা এটা সম্ভব নয় যে, এমন একজন মানুষকে সিজদা করি যাকে আপনি খামীরকৃত মাটি দিয়ে সৃষ্টি করেছেন । যা শুষ্ক হয়ে ঠন ঠন শব্দে বাজতে থাকে । আল্লাহ্ পাকের নির্দেশ হল, যদি অবস্থা এরূপই হয়, তবে এখান থেকে বের হয়ে যাও, কেননা, তুমি আমার দরবার থেকে বিতাড়িত এবং প্রতিফল দিবস পর্যন্ত তোমার প্রতি অভিশাপ । সে বলল, হে আল্লাহ্ ! আমাকে সে দিবস পর্যন্ত অবকাশ দিন, যেদিন সমস্ত সৃষ্টি পুনরায় জীবিত করে কবর থেকে উঠানো হবে ।
আল্লাহ্ তায়ালা বললেন, সে নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত তোমাকে অবকাশ দেওয়া হল । ইবলিস বলল, হে আল্লাহ্ ! যেহেতু আমার পথ বন্ধ করে দিলেন, তাই এখন আমি অবশ্যই এরূপ করব যে, পৃথিবীতে তাদের জন্য প্রবঞ্চনামূলক শোভা ও সৌন্দর্য প্রকাশ করে দিব এবং অবশ্যই তাদেরকে বিভ্রান্ত করে দিব।তবে তাদের মধ্যে থেকে যারা আপনার খাঁটি বান্দা তারা আমার ধোঁকায় পড়বে না । আল্লাহ্ তায়ালা বললেন, এটাই আমার সরল পথ, যা আমার কাছ থেকে অবতীর্ণ । যারা আমার খাঁটি বান্দা তাদের উপর কোন ধোঁকাবাজি চলবে না, শুধু ঐ সমস্ত লোকের উপর চলবে, যারা ইবাদতের পথ থেকে বিভ্রান্ত হয়েছে এবং তাদের সকলের জন্য দোজখের আজাবের প্রতিশ্রুতি রয়েছে ।-সূরা বনী ইসারাইলঃ ৬১-৬৫
- সূরা ছোয়াদ ঃ ৭৫-৮৫
ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ